কোরআন অবমাননার উস্কানিদাতার শাস্তি দাবি ইসলামী আন্দোলনের

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:০৫ অক্টোবর ২০২৫, ১০:২৫ পিএম
কোরআন অবমাননার উস্কানিদাতার শাস্তি দাবি ইসলামী আন্দোলনের
ছবি : সংগৃহীত

কোরআন অবমাননার পেছনের উস্কানিদাতাকে শাস্তির আওতায় আনার দাবি জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের।

রবিবার (৫ অক্টোবর) এক বিবৃতিতে দলটির মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমেদ এ দাবি জানান।

তিনি বলেন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী কর্তৃক অবর্ণনীয় ধৃষ্টতায় কোরআন অবমাননার একটি ঘটনা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। এই ঘটনা দেশের কোটি কোটি মানুষের হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে। কোটি প্রাণে ক্ষোভের সৃষ্টি করেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ দাবি জানাচ্ছে যে, আপরাধীকে দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে। যাতে আর কেউ এই ধরনের কাজে সাহস না করে।

মাওলানা ইউনুস বলেন, বাংলাদেশের মানুষের ইতিহাস স্বভাব, চরিত্র ও মনস্তত্ত্বের কারণে এমন ভয়াবহ ধৃষ্টতা বাংলাদেশের কোনো শিক্ষার্থীর চূড়ান্ত অধঃপতনেও চিন্তা করা যায় না। কারণ ধর্ম আমাদের অবচেতনে গ্রথিত। সেই কারণে এর পিছনে কোনো দুরভিসন্ধি কাজ করছে বলে মনে হচ্ছে। দেশকে অস্থিতিশীল করার মানুষে কোনো মহল এই ধরনের নোংরা ধৃষ্টতার পেছনে উস্কানি দিতে পারে। সরকারকে বলবো, সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর পেছনে কোনো চক্রান্তমূলক উস্কানি আছে কিনা তা খতিয়ে দেখতে হবে। এবং থাকলে তাও আইনের আওতায় আনতে হবে।