অন্তর্বর্তী সরকারকে নস্যাৎ করতে পরিকল্পিত ভাবে প্রচেষ্টা চলছে: রিজভী

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৬ পিএম
অন্তর্বর্তী সরকারকে নস্যাৎ করতে পরিকল্পিত ভাবে প্রচেষ্টা চলছে: রিজভী
ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারকে নস্যাৎ করতে পরিকল্পিতভাবে প্রচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আওয়ামী লীগের হামলায় আহত ছাত্রদলের সাবেক নেতা দোলন ভুইয়াকে দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

শেখ হাসিনার সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিগত সময় চার জনের পরামর্শে শেখ হাসিনা সকল অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে গেছে। তাদের পরামর্শে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় ছাত্র জনতাকে গুলি করে, বোমা মেরে হত্যা করা হয়েছে। এখন অন্তর্বর্তী সরকার থাকা সত্ত্বেও অপরাধীরা দাপিয়ে বেড়াচ্ছে।’
 
এর আগে ‘আমরা বিএনপি পরিবার’ প্রতিনিধি দলের সাথে আহত ভূলতা ইউনিয়ন ছাত্রদলের ১ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি দোলন ভূঁইয়ার বাড়িতে গিয়ে তার চিকিৎসা ও স্বাস্থ্যগত বিষয়ে সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন রুহুল কবির রিজভী। পরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তার চিকিৎসা বাবদ আর্থিক সহায়তা দেন।
  
এসময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার" এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন, সদস্য সচিব মোমিন মিথুন ও নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনিসহ স্থানীয় নেতাকর্মীরা।
 
দলের পক্ষ থেকে সহায়তা পেয়ে তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান আহত ছাত্রদল নেতা দোলন ভুইয়া।
  
এসময় আহত ছাত্রদল নেতা দোলন ভুইয়া সাংবাদিকদের বলেন, গত ৪ সেপ্টেম্বর আওয়ামী লীগের সশস্ত্র সন্ত্রাসীরা অতর্কিতভাবে আমার উপর হামলা চালায়। তাদের হামলায় আমি গুরুতর আহত হই। এসময় এলোপাতাড়ি কুপিয়ে এবং একটি হাত ভেঙ্গে দেয় তারা।’
 
তিনি আক্ষেপ করে বলেন, এ ঘটনার পর আমি থানায় গিয়েছি, বিভিন্ন জনের কাছে গিয়েছি। কেউ আমাকে কোনো সহযোগিতা করেনি। আমার পাশে দাঁড়ায়নি।’