৩ দিনের কর্মসূচি দিলো খেলাফত মজলিস

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৩ পিএম
৩ দিনের কর্মসূচি দিলো খেলাফত মজলিস
ছবি : সংগৃহীত

গণভোটের মাধ্যমে জুলাই জাতীয় সনদের সাংবিধানিক স্বীকৃতি নিশ্চিত, উচ্চকক্ষ নির্বাচনে পিআরসহ ৬ দফা দাবিতে ৩ দিনের কর্মসূচি ঘোষণা করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

সোমবার (১৫ সেপ্টেম্বর) ঢাকার পল্টনে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

ড. আহমদ আবদুল কাদের বলেন, গণভোটের মাধ্যমে জুলাই জাতীয় সনদের সাংবিধানিক স্বীকৃতি নিশ্চিত করা, উচ্চকক্ষ নির্বাচনে পিআরসহ ৬ দফা দাবিতে ১৮ সেপ্টেম্বর ঢাকা, ১৯ সেপ্টেম্বর দেশের সকল মহানগর ও ২৬ সেপ্টেম্বর সকল জেলা-উপজেলায় বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করা হবে।

তিনি আরও বলেন, বিএনপিকে চাপে রাখা এই কর্মসূচির উদ্দেশ্য নয়। অতিদ্রুত জুলাই জাতীয় সনদ ঘোষণা করে আইনি ভিত্তি প্রদানের দাবি জানা হয়েছে।

*গণভোটের মাধ্যমে জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতি নিশ্চিত করার দাবি।

*পিআর পদ্ধতিতে উচ্চকক্ষে নির্বাচন করতে হবে।

*দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে গান-নাচের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন বাতিল করতে হবে।

এদিন জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন, উভয় কক্ষে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি বাস্তবায়ন এবং জাতীয় পার্টিসহ ১৪ দলীয় জোটের কার্যক্রম বন্ধসহ পাঁচ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ দাবিতে আগামী ১৮ সেপ্টেম্বর ঢাকায় বিক্ষোভ-সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

এরপর জামায়াতে ইসলামীর পর ইসলামী আন্দোলন বাংলাদেশ পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে ৩ দিনের কর্মসূচি ঘোষণা করেছে।