স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগসহ ৩ দাবি ছাত্র অধিকার পরিষদ

বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:০২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫০ পিএম

ছবি : সংগৃহীত
স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, ব্রিগেডিয়ার জেনারেল শামসের অব্যাহতি ও জাতীয় পার্টি নিষিদ্ধের তিন দফা দাবিতে প্রতিবাদ সমাবেশ ও কুশপুত্তলিকা দাহ করেছে ছাত্র অধিকার পরিষদ।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করে দলটি।
এ সময় জাতীয় পার্টির নিবন্ধন বাতিল করে জিএম কাদেরসহ শীর্ষনেতাদের গ্রেফতারের দাবি জানান বক্তারা।
গত শুক্রবার গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলায় জড়িতদের বিচারের জন্য ২৪ ঘণ্টার আলটিমেটাম দেয়া হয়। এ সময় বক্তারা বলেন, জাতীয় পার্টির ব্যানারে নিষিদ্ধ আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে।