বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে এনসিপির শুভেচ্ছা


বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দলটিকে শুভেচ্ছা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের নেতৃত্বে প্রতিনিধি দল বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে শুভেচ্ছা বিনিময় করে। এ সময় এনসিপি নেতাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব প্রমুখ।
বিএনপি চেয়ারপারসনের পক্ষ থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ ফুল গ্রহণ করেন।
বিএনপি নেতাদের সঙ্গে সাক্ষাতের পরে এনসিপি নেতা শামান্তা শারমিন বলেন, ‘‘গণতন্ত্রের একটি নাম হচ্ছে বিএনপি। তাদেরকে প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বাগত জানাতে এসেছি।
তিনি বলেন, ‘আমরা যখন আলাপ করছিলাম সেই আলাপের মধ্যে উঠে এসেছে গত ১৭ বছরে বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপরে যে হামলা-নির্যাতন-মামলা নেমে এসেছিল শেখ হাসিনার আমলে।
তার পরবর্তীতে আমরা যখন দেখেছি যে এই মামলাগুলো তুলে নেওয়া এবং তাদেরকে জেল-জরিমানা পোহাতে হচ্ছে, তারা পারিবারিকভাবে হয়রানির শিকার হচ্ছেন। এই বিষয়গুলো নিয়ে আমাদের সকল রাজনৈতিক দলের উদ্বেগ রয়েছে।
আজ সোমবার (১ সেপ্টেম্বর) বিএনপি প্রতিষ্ঠার ৪৭তম বার্ষিকী পালন করছে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন।
এইদিন সকালে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় পতাকা উত্তোলন, প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠসহ নানা কর্মসূচি পালন করা হয়েছে।
ভোর ৬টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে বিএনপির সব কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে দলের শীর্ষস্থানীয় নেতারা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ করেন।
এ ছাড়া দিনটি উপলক্ষে বাংলাদেশ প্রকৌশল ইনস্টিটিউশনে (আইইবি) এক আলোচনা সভার আয়োজন করে বিএনপি।
১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ার লক্ষ্যে ১৯ দফা কর্মসূচি নিয়ে বিএনপি গঠন করেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পরবর্তীতে দলটি একাধিক মেয়াদে দেশ শাসন করেছে।