সাময়িক সরকারের কাছে আমাদের কোনো প্রত‍্যাশা নেই: আমীর খসরু

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:২৯ আগস্ট ২০২৫, ০৩:৩৮ পিএম
সাময়িক সরকারের কাছে আমাদের কোনো প্রত‍্যাশা নেই: আমীর খসরু

অন্তর্বর্তীকালীন সরকারকে ‘সাময়িক সরকার’ আখ্যায়িত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সাময়িক সরকারের কাছে আমাদের কোনো প্রত‍্যাশা নেই।

শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে বরিশাল শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বরিশাল বিভাগীয় ব্যবসায়ী ফোরামের উদ্যোগে আয়োজিত ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আমীর খসরু বলেন, ‘সাময়িক সরকারের কাছে আমাদের কোনো প্রত‍্যাশা নেই। আমরা নির্বাচিত সরকারের অপেক্ষা করছি। নির্বাচিত সরকারের জন্যই ব্যবসায়ীদের নিয়ে এ ধরনের অনুষ্ঠান করা হচ্ছে। যাতে জনগণ আমাদের সমর্থন দেয়, সেই প্রস্তুতি আগেভাগেই গ্রহণ করা হচ্ছে। প্রথম দিন থেকেই যাতে দেশের মানুষের পাশে আমরা দাঁড়াতে পারি।’

তিনি বলেন, ‘ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে। এতে করে বাংলাদেশের মানুষ তাদের প্রতিনিধি নির্বাচনের সঙ্গে সঙ্গে সরকার নির্বাচিত করবেন, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহিতা থাকবে। সেই সরকারের কাছে আমাদের অনেক চাওয়া আর প্রত্যাশাও থাকবে।’

বিএনপির এই নেতা বলেন, ‘একটি গ্রামে একটি পণ্য তৈরি হবে, যে পণ্য ওই অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করবে। এতে করে ওই গ্রাম অর্থনেতিকভাবে সমৃদ্ধ হবে। এ জন্য কীভাবে ব্যবসায়ীদের সমস্যা সমাধান ও চাহিদা পূরণ করা যায়, সেগুলো চিহ্নিত করার চেষ্টা করছি আমরা।’

তিনি বলেন, ‘বিএনপি চায় অর্থনীতির গণতন্ত্রায়ন। কিছু মানুষ কিংবা কোনো গোষ্ঠীর কাছে যাতে অর্থনীতি জিম্মি হয়ে না থাকে।’

এর আগে, জাতীয় এবং সংগঠনের পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি আমির খসরু মাহমুদ চৌধুরী। পরে মেলার স্টলগুলো পরিদর্শন করেন তিনি।

এ সময় অন‍্যান‍্যের মধ‍্যে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মজিবর রহমান সরোয়ার, মোয়াজ্জেম হোসেন আলাল ও জিয়া উদ্দিন হায়দারসহ ব্যবসায়ী নেতারা।