দেশকে খুবলে-খুবলে খেয়েছে শেখ হাসিনার মতো শকুনিরা : রিজভী


বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, এই দেশকে খুবলে-খুবলে খেয়েছে শেখ হাসিনার মতো শকুনিরা। এই শকুনিদের হাত থেকে আমরা জুলাই-আগস্টর গতঅভ্যুত্থানের প্রবলস্রোতে তাকে পরাজিত করে তার পতন ঘটিয়েছি। সে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের লোকনাথ দীঘিরপাড়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আয়োজনে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, আমরা যে দেশ গড়ব সেদেশ হবে শান্তির-স্বস্তির। সে দেশ হবে একটি ভদ্র সমাজ নির্মাণ করার। সে সমাজে যে কেউ মুক্তভাবে কথা বলবে। প্রত্যেকের কণ্ঠের স্বাধীনতা থাকবে। প্রত্যেকের নিজের মতবাদ প্রকাশ করার স্বাধীনতা থাকবে। সে নির্বিঘ্নে এগিয়ে যাবে এদেশকে বিনির্মাণ করার জন্য। সেই প্রত্যয়, সেই অঙ্গীকার নিয়ে আমরা নতুন করে দেশ গড়ব।
জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক খালেদ হোসেন মাহবুবের সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভুইঁয়া।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লার সহসাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি জহিরুল হক, নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের টিম লিডার ও জেলা বিএনপির সদস্য হাফিজুর রহমান মোল্লা।