জুলাই সনদে স্বাক্ষর ও নির্বাচনে অংশ নেয়া প্রসঙ্গে যা বললেন আখতার

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:২৩ আগস্ট ২০২৫, ০৫:০২ পিএম
জুলাই সনদে স্বাক্ষর ও নির্বাচনে অংশ নেয়া প্রসঙ্গে যা বললেন আখতার
ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, সংবিধান বাতিল ও গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে যদি জুলাই সনদ বাস্তবায়ন করা না হয়, জুলাই সনদে স্বাক্ষর করবে না এনসিপি।

শনিবার (২৩ আগস্ট) বাংলামোটরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আখতার বলেন, ‘জুলাই সনদের কার্যকারিতা নিশ্চিত করতে হলে গণপরিষদ নির্বাচনের আয়োজন করতে হবে। জুলাইয়ের সাধারণ মানুষের চাওয়া পূরণ করতে হলে গণপরিষদ নির্বাচন ছাড়া বিকল্প নেই।’

তিনি আরও বলেন, ‘গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধান প্রণয়নে অনেকেই কেন বাধা দেখছেন, সেটা বোধগম্য নয়।’

নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে আখতার বলেন, ‘আগের সংবিধানে যদি নির্বাচন হয় তা হলে এনসিপি অংশগ্রহণ করবে কি না সংশয় রয়েছে।’