পিআর পদ্ধতিতে নির্বাচন হলে আর ফ্যাসিবাদ তৈরি হবে না: চরমোনাই পীর

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:১৩ আগস্ট ২০২৫, ১১:০২ পিএম
পিআর পদ্ধতিতে নির্বাচন হলে আর ফ্যাসিবাদ তৈরি হবে না: চরমোনাই পীর
ছবি : সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বলেছেন, পিআর (আনুপাতিক প্রতিনিধি) পদ্ধতিতে নির্বাচন হলে দেশে আর ফ্যাসিবাদ তৈরি হবে না এবং জবাবদিহিমূলক সরকার কায়েম হবে।

বুধবার (১৩ আগস্ট) বিকালে ফরিদপুর শহরের পৌর অডিটোরিয়ামে ‘ইসলামপন্থীদের ঐক্য ভাবনা, উলামায়েকেরাম, তাওহীদি জনতার করণীয়’ শীর্ষক মতবিনিময় ও সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পীর সাহেব চরমোনাই বলেন, ‘পিআর পদ্ধতিতে একটি সুন্দর দেশ গঠন সম্ভব হবে। জবাবদিহিতার অভাবের কারণে ফ্যাসিবাদ তৈরি হয়। পিআর পদ্ধতিতে ক্ষমতার কেন্দ্রীকরণ কমে যাবে এবং প্রতিটি ভোটের কার্যকর ব্যবহার নিশ্চিত হবে। সকল দল ও মতের প্রতিনিধিত্বের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক সরকার তৈরি হবে।’