প্রতিশোধ থেকে বিরত থাকতে তরুণদের প্রতি আহ্বান তারেকের

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:১২ আগস্ট ২০২৫, ০৯:৪৪ পিএম
প্রতিশোধ থেকে বিরত থাকতে তরুণদের প্রতি আহ্বান তারেকের

তরুণ প্রজন্মকে সাহস ও সততার সঙ্গে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের ভবিষ্যৎ সম্ভাবনাকে প্রসারিত করতে হলে প্রতিশোধ ও বিদ্বেষের পথ থেকে বিরত থাকতে হবে।

মঙ্গলবার (১২ আগস্ট) আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল আয়োজিত যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ আয়োজন করা হয়।

তরুণ সমাজের উদ্দেশে তারেক বলেন, ‘আপনারা যদি সাহস ও সততার সঙ্গে এগিয়ে যান, প্রতিশোধ ও দ্বন্দ্ব থেকে দূরে থাকেন, তাহলে ভবিষ্যৎ বাংলাদেশের সমৃদ্ধির সব দরজা খুলে যাবে।’

তিনি বলেন, বাংলাদেশের সফলতা ও সমৃদ্ধির একমাত্র নির্ধারক দেশের জনগণ। জনগণ এখন প্রচলিত রাজনীতির একটি পরিবর্তন চাইছে। জনগণের আকাঙ্ক্ষা পূরণে প্রতিশ্রুতি নয়, বরং তার বাস্তবায়নই বিএনপির লক্ষ্য।

এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা করা বলে মন্তব্য করেন তিনি। তারেক জানান, বিএনপি খাতভিত্তিক পরিকল্পনা হাতে নিয়েছে এবং এগুলো বাস্তবায়নের জন্য প্রস্তুতি নিচ্ছে।

তিনি তরুণদের প্রতি অনুরোধ জানান, বিএনপির জনবান্ধব পরিকল্পনা জনগণের কাছে পৌঁছে দিতে। যদি জনগণ বিএনপিকে সরকার করার সুযোগ দেয়, আমরা ধীরে ধীরে এসব পরিকল্পনা বাস্তবায়ন করব।

দেশের সব নারী-পুরুষ, ছাত্র-তরুণ-যুব সমাজসহ সর্বস্তরের জনগণের কাছে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্রদলের সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম বাকুল, যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান, ছাত্রদল সভাপতি রকিবুল ইসলাম রাকিব, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি, এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ, নাট্যকার ও মাবরুর রশিদ বান্নাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী মো. তফসার উল্লাহ, সাংবাদিক মুক্তাদীর রশীদ রোমিও ও শরীফুল ইসলাম খান বক্তব্য দেন।