অদৃশ্য ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তারেক রহমানের

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:১১ আগস্ট ২০২৫, ১০:১৭ পিএম
অদৃশ্য ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তারেক রহমানের

অদৃশ্য ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেছেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ব্যাহত করার জন্য নানা ষড়যন্ত্র চলছে, এগুলো প্রতিহত করতে দলীয় নেতাকর্মীদের একযোগে অবস্থান নিতে হবে এবং জনমানুষের বিশ্বাস অটুট রাখতে হবে।’

সোমবার (১১ আগস্ট) বিকেলে নওগাঁ শহরের কনভেনশন সেন্টারে জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার প্রথম ধাপ হচ্ছে ভোটাধিকার প্রয়োগ করে সরকার গঠন করা। জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করলেও সামনে অনেক চ্যালেঞ্জ থাকবে, সেগুলো মোকাবেলা করতে হবে।’

তিনি আরও বলেন, ‘স্বৈরাচার পালিয়ে গেলেও সরকারের প্রতিটি সেক্টর ধ্বংস করে রেখে গেছে। দেশ পরিচালনার অভিজ্ঞতা আছে বিএনপির। তাই এই অবস্থা উত্তরণ করতে দলটি সক্ষম হবে।’

তারেক বলেন, ‘স্বৈরাচার পালিয়ে যাওয়ার কয়েকদিন পরে বিভিন্ন জেলার নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছি। তখন বলেছিলাম, আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কঠিন নির্বাচন হবে। এক বছর আগে আমি বলেছিলাম অদৃশ্য শক্তি নানা ষড়যন্ত্র করছে, আজ কি আমার কথার মানে বুঝতে পারছেন?’

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘যতই ষড়যন্ত্র হোক না কেন, বিএনপি পরিবারের সবাই ঐক্যবদ্ধ থাকলে সফল হবো। বিএনপিতে মানুষ আস্থা রাখে কারণ আমরা দেশ ও মানুষের জন্য কাজ করছি।’

তারেক রহমান আরও বলেন, ‘স্বৈরাচার সরকার মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। তারা নিজেদের স্বার্থে দেশ লুটপাট করেছে। বিএনপি ইতোমধ্যে ৩১ দফা দাবি জানিয়েছিল, যারা এখন সংস্কারের কথা বলছেন তারা আড়াই বছর আগে থেকেই এই দাবি তুলেছে।’

তিনি বলেন, ‘এখন সময় এসেছে গণতান্ত্রিক উপায়ে নেতা নির্বাচন করার।’

এর আগে দুপুরে নওগাঁ কনভেনশন সেন্টারে জেলা সম্মেলনের শুভ উদ্বোধন করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।