মুজিববাদী সংবিধান ভেঙেচুড়ে নতুন সংবিধান চাইতে এসেছি: সারজিস

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:০৩ আগস্ট ২০২৫, ০৭:৪৮ পিএম
মুজিববাদী সংবিধান ভেঙেচুড়ে নতুন সংবিধান চাইতে এসেছি: সারজিস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন, আমরা এই মঞ্চে আজকে স্পষ্ট করে বলতে চাই— বাহাত্তরের যে সংবিধান, একটি দলের সংবিধান ছিল। যে সংবিধানের ড্রাফট আরেকটা দেশের থেকে পাশ হয়ে এসেছে। সেই মুজিববাদী সংবিধান আমরা এই বাংলাদেশে আর থাকতে দিতে পারি না। আমার আজ এই মঞ্চে মুজিববাদী সংবিধান ভেঙেচুড়ে শেষ করে নতুন সংবিধান চাইতে এসেছি।

রবিবার (৩ আসস্ট) কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় নাগরিক পার্টির সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ২০০ বছরের ব্রিটিশ উপনিবেশিক শাসন থেকে নতুন যুগে এসেছিলাম, অধিকার পাইনি। ২৩ বছরে পাকিস্তান শাসনে ছিলাম, অধিকার পাইনি। ৫৪ বছরে স্বাধীন বাংলাদেশে অধিকার পাইনি। আজ থেকে এক বছর আগে এই মঞ্চে ফ্যসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্নে খুনি হাসিনার পতনের ঘোষাণা এসেছিল, আমরা অধিকার পাইনি। আমরা আর হতাশার কথা শুনতে চাই না।

সারজিস আলম বলেন, এক বছর আগে এই শহীদ মিনারে যারা ছিলেন, তাদের মধ্যে অনেকে আজ শহীদ। অনেকে আহত হিসেবে আছেন।  তাদের পরিবার এখানে আছে। আমরা এই শহীদ ভাইদের হত্যার বিচার চাইতে এসেছি। আহত যোদ্ধাদের রক্ত ঝড়ার বিচার চাইতে এসেছি। যে যুবলীগ, ছাত্রলীগ আমার ভাইয়ের রক্ত ঝড়িয়েছে, তাদের বিচার চাইতে এসেছি। আমরা এই সরকারের কাছে মৌলিক সংস্কারের নিশ্চয়তা চেয়েছি। শহীদ পরিবারের পুনর্বাসন ও আহত যোদ্ধাদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে এখানে এসেছি।

তিনি আরও বলেন, আমাদের লড়াই শুধু ২৪ এর জন্য লড়াই না। ২০০৯ সালে বিডিআর পরিকল্পিত হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে, তাদের সর্বোচ্চ শাস্তি চাওয়ার জন্য এই মঞ্চে হাজির হয়েছি। ১৩ সালে শাপলা চত্বরে যারা নির্মম হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাদের বিচার চাইতে এসেছি। এই বাংলাদেশে যেমন ইসলাম ফোবিয়ার জায়গা হবে না, তেমনই ইসলাম বিদ্বেষেরও জায়গা হবে না। এই বাংলাদেশে জঙ্গি নাটকও করতে দেবো না। এই বাংলাদেশে সিভিল সোসাইটি নামে সব দালালকে ক্ষমতার চাটুকারিতা করে পার পেতে দেবো না।