৫ আগস্ট বন্ধ থাকবে পোশাক কারখানা

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:০৩ আগস্ট ২০২৫, ১০:২৭ পিএম
৫ আগস্ট বন্ধ থাকবে পোশাক কারখানা

সরকার ঘোষিত ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে আগামী ৫ আগস্ট, মঙ্গলবার সারাদেশে সাধারণ ছুটি পালিত হবে। দিবসটিকে যথাযোগ্য মর্যাদায় স্মরণ করতে পোশাক শিল্প কারখানাগুলো সাধারণ ছুটি হিসেবে বন্ধ রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)।

রোববার (৩ আগস্ট) সংগঠনটির পক্ষ থেকে সদস্যভুক্ত কারখানাগুলোকে এই বিষয়ে একটি চিঠি পাঠানো হয়।

চিঠিতে বলা হয়, বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী, পোশাক কারখানাগুলো প্রতিবছর ১১ দিন উৎসব ছুটি নির্ধারণ করে থাকে। যেহেতু ৫ আগস্টের সাধারণ ছুটি সরকার বছরের মাঝামাঝি সময়ে ঘোষণা করেছে, তাই এটি পূর্ব নির্ধারিত উৎসব ছুটির মধ্যে অন্তর্ভুক্ত নয়। সে কারণে আইন অনুযায়ী এই ছুটি বাধ্যতামূলক নয়। তবে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং সরকারের সিদ্ধান্তের সঙ্গে সংহতি প্রকাশ করে বিজিএমইএ সদস্য কারখানাগুলোকে ৫ আগস্ট সাধারণ ছুটি হিসেবে কার্যক্রম বন্ধ রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে।