জুলাই সনদকে গেজেট নোটিফিকেশন করার নতুন প্রস্তাব বিএনপির

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:৩১ জুলাই ২০২৫, ১১:৪৬ পিএম
জুলাই সনদকে গেজেট নোটিফিকেশন করার নতুন প্রস্তাব বিএনপির

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘ঐকমত্য কমিশনের প্রতিশ্রুতির কাগজটা (ডিড) জুলাই জাতীয় সনদের। লিখিত ডকুমেন্টটা ওয়েবসাইটে যাবে, মিডিয়াতেও যাবে। যদি আমি একটা নতুন প্রস্তাব দিই, যদি সরকার চায়, সেটা গেজেট নোটিফিকেশনও করতে পারে।’ আজ বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় ধাপের সংলাপের সমাপ্তি আলোচনা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘গণ-অভ্যুত্থান সৃষ্টি হয়েছে তো জাতীয় ঐকমত্যের ভিত্তিতে। ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐকমত্য গঠিত হয়েছিল বলেই গণ-অভ্যুত্থান সংঘটিত হয়েছে। ইট ইজ মোর দেন ল। আমি সেটা আবারও বলি, সুপ্রিম ডকট্রিন হচ্ছে যে, লেজিটিমেট এক্সপেকটেশন অব দ্য পিপল ইজ সুপ্রিম।’

তিনি আরও বলেন, ‘ডকট্রিন অব লেজিটিমেট এক্সপেকটেশন, লেজিটিমেট এক্সপেকটেশন অব দ্য পিপল ইজ সুপ্রিম ডকট্রিন, এখন সেই এক্সপেকটেশনের বাংলা হতে পারে, এটা জনগণের সার্বভৌম অভিপ্রায়। সে অভিপ্রায় ব্যক্ত হয়েছে বলেই তো জাতীয় ঐকমত্য হয়েছে। ঐকমত্য কমিশনের সে প্রতিশ্রুতির কাগজটা বা ডিডটা (জুলাই জাতীয় সনদ-২০২৫-এর লিখিত ডকুমেন্ট) ওয়েবসাইটে যাবে, মিডিয়াতেও যাবে। যদি আমি একটা নতুন প্রস্তাব দিই, যদি সরকার চায়, সেটা গেজেট নোটিফিকেশনও করতে পারে।’