জামায়াতে যোগ দিলেন জাতীয় পার্টির জেলা শাখার নেতা


চট্টগ্রামের সীতাকুণ্ডে জাতীয় পার্টির জেলা কমিটির এক নেতা জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। তার নাম দিদারুল আলম। তিনি জাতীয় পার্টির চট্টগ্রাম উত্তর জেলার আহ্বায়ক কমিটির সদস্য।
শুক্রবার (৪ জুলাই) সকালে সীতাকুণ্ডের মডেল মসজিদ কার্যালয়ে আয়োজিত এক সমাবেশে উপস্থিত হয়ে তিনি জামায়াতে ইসলামীর প্রাথমিক সদস্যপদ পূরণ করেন।
সমাবেশে যোগ দেওয়ার পর দিদারুল আলমকে ফুল দিয়ে বরণ করে নেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগর শাখার ভারপ্রাপ্ত আমির নজরুল ইসলাম, উত্তর জেলা জামায়াতের আমির আলাউদ্দিন সিকদার, সাংগঠনিক সম্পাদক আনোয়ার ছিদ্দিক চৌধুরী, উপজেলা জামায়াতের আমির মিজানুর রহমানসহ নেতাকর্মীরা।
জামায়াতের প্রাথমিক সদস্যপদ পূরণের পর দিদারুল আলম তার বক্তব্যে বলেন, “জামায়াতে ইসলামীর রাজনীতি, আদর্শ ও কর্মকাণ্ড আমার ভালো লাগায় জামায়াতে যোগদান করছি। যত দিন বেঁচে থাকব, তত দিন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে থেকে ইসলামের খেদমত করে যাব।”
দিদারুল আলমের বাড়ি সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নে। তার দাদা সীতাকুণ্ড কামিল মাদ্রাসা ও সরকারি উচ্চবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা।
দিদারুলের জামায়াতে ইসলামীতে যোগ দেওয়ার বিষয়ে উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. তাহের বলেন, “নিজ থেকেই জামায়াতে যোগদানের আগ্রহ প্রকাশ করেন দিদারুল আলম। আজ সকালে দায়িত্বশীল সমাবেশে জামায়াতে ইসলামীর প্রাথমিক সদস্য ফরম পূরণ করে তিনি আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন।”