জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে জার্মানিতে আলোচনা সভা

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:০১ জুন ২০২৫, ০৭:৫৬ পিএম
জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে জার্মানিতে আলোচনা সভা
ছবি : সংগৃহীত

ফ্রাঙ্কফুর্টের সালবাউ নিদ অডিটোরিয়ামে স্বাধীনতার ঘোষক বহুদলীয় গনতন্ত্রের প্রবক্তা,বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্র পতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন।

কেন্দ্রীয় বিএনপির বৈদেশিক বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য  দেওয়ান শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং জার্মানি বিএনপির সাধারন সম্পাদক মাসুদ রেজার উপস্থাপনায় বক্তাগণ,শহীদ জিয়ার জীবনের উপর আলোকপাত করে।

দেশ ও জনগনের কল্যানে তার জীবন উৎসর্গ করে গেছেন,স্বাধীনতার ঘোষনা এবং মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলার স্বাধীনতা ছিনিয়ে এনেছিলেন, দেশ ও জাতির দুর্দিনে রাষ্ট্র পরিচালনা দায়ীত্ব তার উপড় অর্পিত হলে তিনি দক্ষতার সাথে সে দায়ীত্ব পালন করে বিশ্বের দরবারে আমাদেরকে একটি মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছিলেন,সবুজ বিপ্লবের মাধ্যমে খাদ্যে স্বয়ংসম্পুনতা অর্জন করা,শ্রমশক্তি এবং তৈরী পোশাক রপ্তানির মাধ্যমে বৈদেশিক আয়ের পথ সুগম করেছিলেন,শহীদ জিয়ার সেই শান্তি পূর্ণ সহঅবস্হানের গনতান্ত্রিক বাংলাদেশকে,আজ গণতন্ত্র সুদুর পরাহত হয়ে পড়েছে ।শহীদ জিয়া বুকের রক্ত দিয়ে যে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন সেই গণতন্ত্র কেড়ে নিয়েছিলেন অত্যন্ত তিব্র ক্ষমতা লোভী শেখ হাসিনা, কিন্তু তার শেষ রক্ষা হয়নি গনতন্ত্রকামী ছাত্র জনতার তিব্র আন্দোলনের মুখে পদত্যাগ করে পালিয়ে গেছেন আগষ্ট ২০২৪ইং।

নির্যাতিত নিস্পেষিত গনতন্ত্র প্রিয় বাংলার জনতা আজ এক অদম্য শক্তিতে ঐক্যবদ্ধ হয়েছে জাতীয় স্বাধীনতা,সার্বভৌমত্ব সুরক্ষা ও হারানো গণতন্ত্র পুনরুদ্ধারের দৃঢ় প্রত্যয় বুকে নিয়ে।ক্ষমতাসীন গোষ্ঠী নিজ স্বার্থে জাতীয় স্বাধীনতাকে বিপন্ন করে দেশকে এক অজানা গন্তব্যে ঠেলে দেয়ার পাঁয়তারা করছে ।

ফলশ্রুতিতে জনমনে চরম অশান্তি ও হতাশা নেমে এসেছে, তাদের প্রশ্ন গনতন্ত্রের পদযাত্রা আর কতদূর? জনগনের সাংবিধানিক গনতান্ত্রিক অধিকার নির্বিঘ্ন করতে অতিদ্রুত একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের আহ্বান জানান,অন্য অন্যের মধ্যে আরও বক্তব্য রাখেন,ফিরোজ কোরাইশী মোজান্মেল হক, সেলিম ব্যাপারীচঞ্চল,জুয়েল খান,শাখাওয়াত হোসেন সোহাগ,মোঃ কাওসার শামীম, নিয়াজ হাবিব,আসিফ ইকবাল ভূঁইয়া,হাবিবুল্লা আল বাহার,ফয়সাল আহমেদ আল আমিন রিয়াজ,আবু করিম,শাহজাহান আলী,জুবায়ের মোহাম্মদ প্রমূখ।অনুষ্ঠানে এক পর্যায় বাংলাদেশ থেকে বক্তব্য রাখেন বি এন পি‘র উপদেষ্টা মন্ডলীর সদস্য এবং সুপ্রিম কোর্ট বারের সভাপতি ব্যারিষ্টার মাহবুব উদ্দিন খোকন ও বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক সাবেক এমপি শীরিন সুলতানা প্রমুখ ।