উপদেষ্টাদের নিয়ে সাবেক সচিব আবদুস সাত্তারের বক্তব্য একান্তই নিজস্ব: বিএএসএ

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:১১ আগস্ট ২০২৫, ১২:৩৬ এএম
উপদেষ্টাদের নিয়ে সাবেক সচিব আবদুস সাত্তারের বক্তব্য একান্তই নিজস্ব: বিএএসএ
ছবি : সংগৃহীত

আটজন উপদেষ্টাকে নিয়ে সাবেক সচিব এ.বি.এম. আবদুস সাত্তারের মন্তব্য একান্তই নিজস্ব বলে জানিয়ে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন (বিএএসএ)।

রবিবার (১০ আগস্ট) বিএএসএ’র মহাসচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী ও সভাপতি মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শুক্রবার (৮ আগস্ট) রাজধানীর বিয়াম মিলনায়তনে আয়োজিত 'জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা ও আগামী দিনের জনপ্রশাসন' শীর্ষক সেমিনারে মাননীয় উপদেষ্টাদের নিয়ে বক্তব্যের বিষয়টি অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও সাবেক সচিব জনাব এ.বি.এম. আবদুস সাত্তারের বক্তব্যের এক পর্যায়ে উপদেষ্টাদের নিয়ে মন্তব্যটি একান্তই নিজস্ব। বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন এ বক্তব্যকে কোনোভাবেই সমর্থন করেনা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএএসএ দৃঢ়ভাবে বিশ্বাস করে, প্রধান উপদেষ্টার নেতৃত্বে বর্তমান অন্তবর্তী সরকারের উপদেষ্টারা সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও দেশপ্রেমের সঙ্গে কাজ করে যাচ্ছেন।

বিএএসএ’র সদস্যরা পূর্ণ আস্থার সঙ্গে অন্তবর্তী সরকারের সব কার্যক্রম বাস্তবায়নে দৃঢ়ভাবে অঙ্গীকারাবদ্ধ।