সরকার ইশরাককে মেয়র হতে বাধা দিচ্ছে: রিজভী


আদালতের রায় সত্ত্বেও অন্তর্বর্তীকালীন সরকার ইশরাক হোসেনকে মেয়র পদে দায়িত্ব গ্রহণ থেকে বিরত রাখতে বল প্রয়োগ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
জুলাই আন্দোলনে আহত খিলক্ষেতের বিএনপি কর্মী রাকিবুল হাসানকে মঙ্গলবার (২০ মে) দেখার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপি নেতা এই মন্তব্য করেন।
রুহুল কবির রিজভী বলেন, ‘আদালতের রায়ের পরেও, ইশরাককে শপথ নিতে দেওয়া হচ্ছে না। এটি প্রমাণ করে যে অন্তর্বর্তীকালীন সরকার তার কর্তৃত্বের অপব্যবহার করছে। ড. শাহাদাত যদি চট্টগ্রামে মেয়র হতে পারেন, তাহলে ইশরাকের ক্ষেত্রে সমস্যা কী?’
স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়াঁর অপরিণত আচরণের সমালোচনা করে রিজভী বলেন, ‘ অল্প বয়সে একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্ব হঠাৎ করে গ্রহণের কারণে তার বক্তব্যে পরিপক্কতা এবং ভারসাম্যের অভাব স্পষ্ট।’
তিনি আরও অভিযোগ করেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পেছনের প্রকৃত অপরাধীদের এখনও বিচারের আওতায় আনা হয়নি, অন্যদিকে অন্তর্বর্তীকালীন সরকার গঠনমূলক পদক্ষেপের চেয়ে বেশি প্রতিকূল পদক্ষেপ নিচ্ছে।
সাম্প্রতিক বিক্ষোভে পুলিশের ভূমিকার কথা উল্লেখ করে রিজভী বলেন, ‘যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আবাসনের দাবিতে যমুনায় মিছিল করেন, তখন তাদের অসম্মান করা হয় এবং পুলিশকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেখা যায়। এটি শেখ হাসিনার শাসনামলে অতীতের নির্যাতনের প্রতিধ্বনি।’
বিএনপির স্বেচ্ছাসেবক শাখার কর্মী রকিবুল হাসান গত বছরের ১৮ জুলাই ঢাকার ইসিবি চত্বরে বিক্ষোভে অংশ নিয়ে সময় আহত হন।
সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার সময় পুলিশ এবং ক্ষমতাসীন দলের কর্মীরা তার উপর হামলা চালায় বলে জানা গেছে।
বিএনপিপন্থী প্ল্যাটফর্ম ‘আমরা বিএনপি পরিবার’ (আমরা বিএনপি পরিবার) -এর একটি প্রতিনিধিদল রকিবুলের সঙ্গে দেখা করেন এবং তার মায়ের সঙ্গে কথা বলেন। সংগঠনটির আহ্বায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমান।