একটা কালো ছায়া এসে দাঁড়িয়েছে ফ্যাসিবাদমুক্ত অধুনিক দেশ গড়ার ক্ষেত্রে: মির্জা ফখরুল

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:২০ মে ২০২৫, ০৪:১৫ পিএম
একটা কালো ছায়া এসে দাঁড়িয়েছে ফ্যাসিবাদমুক্ত অধুনিক দেশ গড়ার ক্ষেত্রে: মির্জা ফখরুল
ছবি : সংগৃহীত

ফ্যাসিবাদমুক্ত অধুনিক বাংলাদেশ গড়ার ক্ষেত্রে একটা কালো ছায়া এসে দাঁড়িয়েছে-জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সুপরিকল্পিতভাবে নির্বাচনকে পিছিয়ে দেয়া, জনগণের অধিকার ও ভোটের অধিকার থেকে বঞ্চিতের পাঁয়তারা শুরু হয়েছে। বিএনপিকে সজাগ থাকতে হবে সেইসঙ্গে রুখে দাঁড়াতে হবে সমস্ত চক্রান্ত-ষড়যন্ত্র মোকাবিলার জন্য। নেতাকর্মীদের নির্দেশ কেউ যেন দেশের স্বাধীনতা-সার্বভৗমত্ব বিলীন করতে না পারে।

মঙ্গলবার (২০ মে) আগামী ৩০মে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কর্মসূচি প্রণয়নে দলের যৌথসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

সংস্কার শুরু করেছিলেন জিয়াউর রহমান এ কথা জানিয়ে তিনি আরও বলেন, আধুনিক বাংলাদেশ গড়তে কালোছায়া এসে পড়েছে। সুপরিকল্পিতভাবে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে, নির্বাচন থেকে জনগণকে দূরে রাখতে বিভাজনের রাজনীতি শুরু হয়েছে।
 
বিএনপি মহাসচিব বলেন, ফ্যাসিবাদমুক্ত অধুনিক বাংলাদেশ গড়ার ক্ষেত্রে একটা কালো ছায়া এসে দাঁড়িয়েছে। সুপরিকল্পিতভাবে নির্বাচনকে পিছিয়ে দেয়া, জনগণের অধিকার ও ভোটের অধিকার থেকে বঞ্চিত করার পাঁয়তারা শুরু হয়েছে। বিভাজনের রাজনীতি আবার শুরু হয়েছে। গোত্রে গোত্রে বিভাজন সৃষ্টি করা হচ্ছে। সরকারের বিভিন্ন ইনিস্টিটিউশনগুলোর মধ্যে পরস্পরের মধ্যে মুখোমুখি করার ষড়যন্ত্র চক্রান্ত হচ্ছে। 
 
দেখা যাচ্ছে, কিছু মানুষকে সরকারের মধ্যে অনুপ্রবেশ ঘটিয়ে বাংলাদেশকে ভিন্নদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে-এ কথা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, বিএনপিকে সজাগ থাকতে হবে, সেইসঙ্গে রুখে দাঁড়াতে হবে সমস্ত চক্রান্ত-ষড়যন্ত্র মোকাবিলার জন্য। নেতাকর্মীদের নির্দেশ কেউ যেন দেশের স্বাধীনতা-সার্বভৗমত্ব বিলীন করতে না পারে।
 
এ অনুষ্ঠানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ আগামী ৩০ মে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেন।
  
কর্মসূচির মধ্যে রয়েছে-জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ৮ দিনব্যাপী কর্মসূচি পালন করবে বিএনপি। এবারের ঈদুল আজহা উপলক্ষে কর্মসূচি সংক্ষিপ্ত করা হয়েছ। ২৫ মে থেকে ২রা জুন পর্যন্ত কর্মসূচির মধ্যে ২৭ ও ২৮ মে দুই দিন তারুণ্যের সমাবেশ থাকায় অন্য কোনো কর্মসূচি থাকবে না।
 
কর্মসূচি-
 
জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীর দিন ৩০মে জিয়ার মাজারে পুস্পস্তবক অর্পন ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হবে। ২৯ মে বিকেল ৩টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বাকি দিনগুলোতে শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে গরীব-দুস্থদের মাঝে কাপড়, রান্না করা খাবার ও শুকনো খাবার দেয়া হবে। তাঁতিদল, মহিলা দল, ওলামা দল, মুক্তিযোদ্ধা দল ও কৃষকদলসহ অন্যান্য অঙ্গসহযোগী সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করবে।
 
কর্মসূচি উপলক্ষে কোথাও কোনো চাঁদাবাজি করলে দলের পক্ষ থেকে শাস্তিমূলক ব্যবস্থা নিতে জিরো টলারেন্স থাকবে বিএনপির।