রামপুরায় মেয়েকে ধর্ষণের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবা

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:১০ মার্চ ২০২৫, ০২:৫০ পিএম
রামপুরায় মেয়েকে ধর্ষণের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবা
ছবি : সংগৃহীত

রাজধানীর রামপুরায় ১৪ বছর বয়সি কিশোরীকে ধর্ষণের মামলায় রিকশাচালক বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন তিনি।

শনিবার (৮ মার্চ) দিবাগত রাত ২টার দিকে রামপুরা বউবাজার এলাকায় একটি টিনসেড বাসায় এ ঘটনা ঘটে।

পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ওই কিশোরীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করায়।
 
এসব তথ্য নিশ্চিত করেছেন রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুর রহমান। তিনি জানান, রিকশাচালক আনোয়ারুল ইসলাম ভুক্তভোগী কিশোরির বাবা। তিনি মাদকাসক্ত। টিনসেড বাসাটিতে ৩ সন্তানকে নিয়ে থাকেন তিনি। তার স্ত্রী কিছু দিন আগে মারা গেছেন।
 
এসআই জানান, শনিবার দিবাগত রাতে স্থানীয়রা থানায় খবর দেন, রিকশাচালক বাবা মেয়েটিকে ধর্ষণ করেছেন। পরবর্তীকালে ঘটনাস্থলে গিয়ে জনতার হাত থেকে আনোয়ারুল আটক করে থানায় নিয়ে আসা হয়। আর ওই কিশোরীকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে। মামলায় গ্রেফতার দেখিয়ে আনোয়ারুলকে আদালতে পাঠালে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি। পরে তাকে কারাগারে পাঠানো হয়।