নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ সমাবেশ


দেশের বিভিন্ন এলাকায় চললাম নারী নির্যাতন ও হয়রানি বন্ধ এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে প্রতিবাদ সমাবেশ করেছেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের শিক্ষক ও শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা স্লোগানে, কবিতা পাঠে ও বক্তব্যের মাধ্যমে তীব্র প্রতিবাদ জানান ও ধর্ষণের শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ডের দাবি জানান।
সোমবার (১০ মার্চ) সকাল ১১টার দিকে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সিদ্ধেশ্বরী ক্যাম্পাসের বটতলা প্রাঙ্গণে এই সমাবেশের আয়োজন করা হয়।
এ সময় “সারা বাংলায় খবর দে, ধর্ষকদের কবর দে”, “আমার মাটি আমার মা, ধর্ষকদের হবে না” লেখা সম্বলিত প্ল্যাকার্ড হাতে স্লোগান দেন শিক্ষার্থীরা।
এই প্রতিবাদ সমাবেশ ও মিছিলের আয়োজন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।
প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. ফারাহনাজ ফিরোজ, উপাচার্য প্রফেসর ড. মনিরুজ্জামান, উপ-উপাচার্য প্রফেসর ড. ইউনুছ মিয়া এবং বোর্ড অব ট্রাস্টিজের সদস্য রুমানা হক রিতা।
সমাবেশ থেকে ধর্ষণ, নিপীড়ন এবং সহিংসতার ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দ্রুততম সময়ে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়। এছাড়াও বক্তারা ধর্ষণের মত অপরাধ নির্মূলে দৃষ্টান্তমূলক শাস্তি সুনিশ্চিত করা এবং প্রতিরোধমূলক আইনি ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
রাষ্ট্রে আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে বিচার ব্যবস্থার প্রতি জনগণের আস্থা তৈরির দাবি জানান বক্তারা।
সমাবেশে বক্তব্য শেষে নারী নির্যাতনের বিরুদ্ধে ন্যায়বিচারের দাবিতে শিক্ষক ও শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন ও ক্যাম্পাস প্রদক্ষিণ করেন।