ঈদে বাস-নৌ টার্মিনালে থাকবে সিসি ক্যামেরা

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:০৯ মার্চ ২০২৫, ১১:০৬ পিএম
ঈদে বাস-নৌ টার্মিনালে থাকবে সিসি ক্যামেরা

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ১৫ রমজানের মধ্যেই যতটা সম্ভব সড়কের সংস্কার কাজ করা হবে এবং যাত্রী নিরাপত্তায় ঢাকার বাস ও নৌ-টার্মিনালে সিসি ক্যামেরা বসানো হবে।

রবিবার (৯ মার্চ) বিকালে রাজধানীর বিদ্যুৎ ভবনে সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এসব কথা জানান।

তিনি বলেন, ‘ঈদের আগে রাস্তা সংস্কার করতে হবে এবং এগুলো আইডেন্টিফাই করা হয়েছে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ১৫ রমজানের মধ্যেই যতটা সম্ভব সড়কের সংস্কার কাজ করা হবে।’

সড়ক উপদেষ্টা বলেন, ‘ঈদ উপলক্ষে এক থেকে দেড় কোটি মানুষ গ্রামে যায়। ঢাকায় ছয়টা বাস টার্মিনাল এবং নৌ টার্মিনালে সিসি ক্যামেরা বসানো হবে। যাত্রীদের কী অসুবিধা হচ্ছে, কোথায় কী হয়রানি হচ্ছে- এগুলো তাৎক্ষণিক মনিটরিং করা হবে।’

মুহাম্মদ ফাওজুল কবির খান আরও বলেন, ‘আশা করি এবার যানজট কম হবে। টিকিট যাতে কালোবাজারি না হয় সেজন্য মালিকপক্ষ আশ্বস্ত করেছে, কারণ ছুটি অনেক দিন। যারা বাড়ি যাবেন, তারা একদিন আগে-পরে করে যেতে পারবেন।’

মহাসড়কে ডাকাতি রোধে হাইওয়ে পুলিশের সংখ্যা বাড়ানো হবে এবং ট্রাফিক পুলিশের সব সদস্য রাস্তায় থাকবে বলেও জানান উপদেষ্টা।