রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন প্রশ্নে হাইকোর্টের রুল

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:০৯ মার্চ ২০২৫, ১১:২০ পিএম
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন প্রশ্নে হাইকোর্টের রুল

রাঙ্গামাটি পার্বত্য জেলার প্রত্যেক উপজেলা থেকে সদস্য না নিয়ে জেলা পরিষদ পুনর্গঠন দেশের সংবিধানের সাথে কেন সাংঘর্ষিক নয়-তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছে হাইকোর্ট।

বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেন।

রুলে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয় কর্তৃক রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের অন্তবর্তিকালীন পরিষদ পুনর্গঠনের প্রজ্ঞাপন কেন অবৈধ ঘোষনা করা হবে না তাও জানতে চাওয়া হয়েছে।

একই সাথে জেলা পরিষদের সদস্য প্রনতি রঞ্জন খীসা ও রাঙাবী তঞ্চঙ্গ্যাকে তাদের দায়িত্ব পালন থেকে বিরত থাকার আদেশ দেয়া হয়েছে।

এডভোকেট রাজীব চাকমা, জসিম উদ্দিন, পুলিন বিহারী চাকমা ও উথান মারমার  হাইকোর্টে রিটটি দায়ের করেন।

রিটকারীর পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট মো. সুলতাল উদ্দিন, নিবোলাস চাকমা, রতন কুমার।

রিটের পক্ষে আইনজীবী মো. সুলতান উদ্দিন জানান, প্রতিটি উপজেলা থেকে সদস্য নিয়োগ না করে জেলা পরিষদ পুনর্গঠন কেন সংবিধানের সাথে সাংঘর্ষিক নয়- তা জানতে এবং প্রজ্ঞাপনটি কেন অবৈধ ঘোষণা করা হবেনা-মর্মে রুল জারি করেছেন উচ্চ আদালত। পরিষদের দুই সদস্য রাঙাবি তঞ্চঙ্গ্যা ও প্রণতি রঞ্জন খীসাকে দায়িত্ব পালন থেকে বিরত থাকার আদেশ দিয়েছেন।