মহাখালী রেলক্রসিং অবরোধ তিতুমীর শিক্ষার্থীদের

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৪৬ পিএম
মহাখালী রেলক্রসিং অবরোধ তিতুমীর শিক্ষার্থীদের

মহাখালী রেলক্রসিং অবরোধ করেছেন তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। কমলাপুর রেলস্টেশন সূত্র জানায়, বিকাল ৩টার দিকে কমলাপুর রেলস্টেশন থেকে নোয়াখালীর উদ্দেশে যাত্রী নিয়ে উপকূল এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যায়। পরে শিক্ষার্থীদের অবরোধের কারণে মহাখালীর আগে ট্রেন থামিয়ে ফেলেন চালক। প্রায় আধঘণ্টা থেমে থাকার পর ট্রেন পেছনে গিয়ে তেজগাঁও রেলস্টেশনে রাখা হয়। 

সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় আন্দোলনকারীরা মহাখালী রেলপথ অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে ততক্ষণ আন্দোলন চলবে। তবে জরুরি প্রয়োজনে বের হওয়া অ্যাম্বুলেন্স ও রোগী পরিবহনের গাড়ি ছাড়া অন্য কোনও গাড়ি চলতে দেওয়া হবে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে তারা বলেন, পর্যায়ক্রমে আন্দোলন আরও তীব্র আকার ধারণ করবে।

এর আগে, সোমবার দুপুর সাড়ে ১২টায় তিতুমীর কলেজের সামনে মহাখালী-গুলশান সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে এ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে বিকাল ৩টায় কলেজের সামনে থেকে আন্দোলনরত একদল শিক্ষার্থী একটি মিছিল নিয়ে মহাখালী আমতলী হয়ে রেলক্রসিং এলাকায় এসে রেলপথ বন্ধ করে দেন।

এদিকে রেলপথ অবরোধের পাশাপাশি তিতুমীর কলেজের সামনে শিক্ষার্থীদের ষষ্ঠ দিনের মতো আমরণ অনশন কর্মসূচিও চলছে।

এদিকে মহাখালী রেলক্রসিং এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য আন্দোলনরত শিক্ষার্থীদের সরিয়ে দেওয়া চেষ্টা করছেন। তারা মাইকিং করে শিক্ষার্থীদের সরে যাওয়া অনুরোধ করছেন। এ বিষয়ে পুলিশের পক্ষে থেকে আনুষ্ঠানিক কোনও বক্তব্য পাওয়া যায়নি।

পরে তেজগাঁও বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) জাকারিয়া বলেন, ‘আমরা শিক্ষার্থীদের সড়ক ও রেলপথ ছেড়ে দেওয়ার অনুরোধ করছি। তারা সড়ক ছেড়ে না দিলে ঊর্ধ্বতন কর্মকর্তার আদেশে আমরা অ্যাকশনে যেতে পারি।’