সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদের স্বাভাবিক মৃত্যু হয়েছে: ডা. নাহার


বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক প্রধান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল এম হারুন-অর-রশীদের স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তার ফুফাত বোন চট্টগ্রাম মেরিন সিটি মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডা. নাজিবুর নাহার।
সোমবার (৪ জুলাই) দুপুরে চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউস থেকে এম হারুন-অর-রশীদের মরদেহ উদ্ধার করা হয়। ক্লাবের গেস্ট হাউসের একটি কক্ষে তিনি একা ছিলেন। অনেক বেলা পর্যন্ত তিনি কক্ষ থেকে বের না হওয়ায় ক্লাবের লোকজন বিচলিত হন। দুপুর ১২টার পর খবর দেয়া হলে কোতোয়ালি থানা পুলিশের টিম দ্রুত উপস্থিত হয়। পরে পুলিশের উপস্থিতিতে কক্ষের তালা খুলে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
ডা. নাজিবুর নাহার জানান, হারুন-অর-রশীদের স্বাভাবিক মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি স্ট্রোক করে মারা গেছেন। গেস্ট হাউসে এসে তাকে বিছানায় স্বাভাবিক ঘুমানোর মতো অবস্থায় দেখতে পেয়েছি। সর্বশেষ রবিবার (৩ আগস্ট) রাত ৮টায় পরিবারের সঙ্গে হারুন-অর রশীদের কথা হয়েছিল বলে জানান ডা. নাজিবুর নাহার।