একাদশ জাতীয় নির্বাচনে ‘কারচুপি’ তদন্ত করবে দুদক
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:২২ জানুয়ারি ২০২৫, ০৫:৫৮ পিএম
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (২২ জানুয়ারি) এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা বলেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আখতার হোসেন।
তিনি বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগ পেয়েছে কমিশন। কমিশনের গঠিত তদন্ত দল সুনির্দিষ্টভাবে প্রশাসন, নির্বাচন কমিশন ও পুলিশের কর্মকর্তাদের কর্মকাণ্ড তদন্ত করবে।