জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ৮৩৪ শহীদের গেজেট
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:১৮ জানুয়ারি ২০২৫, ০৬:০৪ পিএম
ছবি : সংগৃহীত
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদের তালিকা গেজেট আকারে প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার।মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে প্রকাশিত এ গেজেটের তথ্যানুযায়ী গণঅভ্যুত্থানে শহীদের সংখ্যা ৮৩৪। গেজেট প্রকাশের তারিখ ১৫ জানুয়ারি উল্লেখ করা হয়েছে।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব হরিদাস ঠাকুর স্বাক্ষরিত ওই গেজেটে ‘মেডিকেল কেস আইডি’, শহীদদের নাম, বাবার নাম, বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে কে, কোথায় এবং কত তারিখে শহীদ হন, তা উল্লেখ করা হয়নি।