ঘোষণাপত্র নিয়ে ঐক্যমত্য সৃষ্টি হয়নি, বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:১৪ জানুয়ারি ২০২৫, ০৯:০২ পিএম
জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে এখনও ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি সরকার। এ বিষয়ে আগামী বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম। আজ মঙ্গলবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
মাহফুজ আলম বলেন, অনানুষ্ঠানিকভাবে অনেকের সাথে ঘোষণাপত্র নিয়ে কথা হয়েছে। এর অধিকাংশ বিষয়ে তারা একমত। তবে কিছু জায়গায় ভিন্ন মত রয়েছে। সর্বদলীয় বৈঠকে ঐক্যমত্যের ভিত্তিতে একটি দলিল তৈরি করা হবে। এরপর ঘোষণাপত্রে কী কী থাকবে সে বিষয়ে জানা যাবে। এ সময় গণঅভ্যুত্থানের প্রত্যাশা দলিলে প্রতিফলিত হবে বলেও মন্তব্য করেন তিনি।
বিস্তারিত আসছে…