1. হোম
  2. জাতীয়

‘দিপু হত্যাকাণ্ডের মতো ঘটনা আরও ঘটতে পারে’

Bangla Post Desk
নিজস্ব প্রতিবেদক
ঢাকা
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৫, ০৪:২৩ পিএম
‘দিপু হত্যাকাণ্ডের মতো ঘটনা আরও ঘটতে পারে’
মতবিনিময় সভায় আসন্ন নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন সিইসি এ এম এম নাসির উদ্দিন। ছবি- সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ময়মনসিংহে সংঘটিত দীপু চন্দ্র দাশ হত্যার মতো আরও সহিংস ঘটনার আশঙ্কা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে ডিসি-এসপি, বিভাগীয় কমিশনার, ডিআইজি ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে এক সম্মেলনে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, ময়মনসিংহে একজন সংখ্যালঘু ব্যক্তিকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে, সে জন্য প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ডিসি-এসপিদের আশ্বাসে সন্তোষ প্রকাশ করে সিইসি বলেন, তাদের বক্তব্যে তার আত্মবিশ্বাস বেড়েছে। তিনি নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং বলেন, কোনো পক্ষপাতদুষ্ট আচরণ গ্রহণযোগ্য হবে না।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের প্রসঙ্গে তিনি প্রার্থীদের উদ্দেশে বলেন, রাজধানীজুড়ে পোস্টার লাগানো হলেও তা অপসারণের উদ্যোগ চোখে পড়ছে না।

এছাড়া অভিযোগ ব্যবস্থাপনা প্রসঙ্গে সিইসি জানান, জনগণকে জানাতে হবে কোথায় ও কীভাবে অভিযোগ করতে হবে। এ জন্য অভিযোগ গ্রহণের আলাদা কেন্দ্র স্থাপনের নির্দেশনাও দেন তিনি।

উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে দীপু চন্দ্র দাশকে হত্যা করা হয়। পরে র‍্যাব জানায়, তার বিরুদ্ধে ধর্ম অবমাননার কোনো প্রমাণ পাওয়া যায়নি।

বিপি/ এএস

ট্যাগ: হত্যা