প্রথম আলো-ডেইলি স্টারসহ চার প্রতিষ্ঠানে হামলা: শনাক্ত ৩১, গ্রেপ্তার ৬
দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয় এবং সাংস্কৃতিক সংগঠন ছায়ানট ও উদীচীর ভবনে হামলার ঘটনায় ভিডিও ফুটেজ দেখে জড়িত সন্দেহে ৩১ জনকে শনাক্ত করা হয়েছে। ইতোমধ্যেই ছয়জনকে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—মো. কাশেম ফারুকি, মো. সাইদুর রহমান, রাকিব হোসেন, মো. নাইম, মো. সোহেল রানা ও মো. শফিকুল ইসলাম। শনাক্তকৃত বাকি সন্দেভাজনদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।
পুলিশের পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে জানানো হয়, সম্প্রতি দুটি জাতীয় দৈনিক ও দুটি সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলার সঙ্গে জড়িত সন্দেহে ভিডিও ফুটেজ দেখে ইতোমধ্যে ৩১ জনকে শনাক্ত করা হয়েছে। এসব ঘটনায় সোমবার সকাল পর্যন্ত ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়ে কমপক্ষে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।