1. হোম
  2. জাতীয়

গুম প্রতিরোধ ও প্রতিকার: আট বিভাগে ট্রাইব্যুনাল গঠন 

Staff Reporter
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২৫, ০৪:৫২ পিএম
গুম প্রতিরোধ ও প্রতিকার: আট বিভাগে ট্রাইব্যুনাল গঠন 
ফাইল ছবি

দেশের আট বিভাগে গুম প্রতিরোধ ও প্রতিকার সংক্রান্ত মামলার বিচার কার্য পরিচালনার জন্য পৃথক ট্রাইব্যুনাল গঠন করেছে সরকার। এ লক্ষ্যে গত ১৫ ডিসেম্বর আইন ও বিচার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

‘গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, ২০২৫’-এর ধারা ১৩–এ প্রদত্ত ক্ষমতাবলে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে বিভাগভিত্তিক ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকায় প্রতিষ্ঠিত গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনালের এখতিয়ার থাকবে ঢাকা বিভাগে, মেট্রো এলাকাসহ। চট্টগ্রাম ট্রাইব্যুনালের এখতিয়ার চট্টগ্রাম বিভাগ (মেট্রো এলাকাসহ), সিলেট ট্রাইব্যুনালের সিলেট বিভাগ (মেট্রো এলাকাসহ), রাজশাহী ট্রাইব্যুনালের রাজশাহী বিভাগ (মেট্রো এলাকাসহ), রংপুর ট্রাইব্যুনালের রংপুর বিভাগ (মেট্রো এলাকাসহ), খুলনা ট্রাইব্যুনালের খুলনা বিভাগ (মেট্রো এলাকাসহ) এবং বরিশাল ট্রাইব্যুনালের এখতিয়ার থাকবে বরিশাল বিভাগে (মেট্রো এলাকাসহ)।

এছাড়া ময়মনসিংহ বিভাগে পৃথকভাবে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল, ময়মনসিংহ’ প্রতিষ্ঠা করা হয়েছে। এ ট্রাইব্যুনালের এখতিয়ার ময়মনসিংহ বিভাগে সীমাবদ্ধ থাকবে। এসব ট্রাইব্যুনাল গুম প্রতিরোধ ও প্রতিকার সংক্রান্ত মামলার বিচার কার্য পরিচালনা করবে।

বিপি/আইএইচ