1. হোম
  2. জাতীয়

ওসমান হাদির জানাজা শনিবার

Bangla Post Desk
নিজস্ব প্রতিবেদক
ঢাকা
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৫ এএম
ওসমান হাদির জানাজা শনিবার
ছবি- বাংলাপোষ্ট

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির লাশ দেশে আনার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকাল ৩টা ৫০ মিনিটে তার লাশ ঢাকার উদ্দেশে রওনা হবে। ঢাকায় ফ্লাইটের সম্ভাব্য অবতরণ সময় সন্ধ্যা ৬টা ৫ মিনিট।

হাদির প্রথম জানাজা শুক্রবার সকাল ১০টায় সিঙ্গাপুরের অ্যাঙ্গুইলা মসজিদে অনুষ্ঠিত হবে। বাংলাদেশে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে শনিবার বাদ জোহর ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে, এরপর দাফনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

ওসমান হাদি গত শুক্রবার রাজধানীর বিজয়নগর এলাকায় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে আহত হন। তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

এরপর ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। তিন দিন চিকিৎসার পর ১৮ ডিসেম্বর রাতে হাদির মৃত্যু হয়।

হাদির মৃত্যুতে দেশে ও বিদেশে শোকের ছায়া নেমে এসেছে। সরকার এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। প্রধান উপদেষ্টা জানান, শনিবার (২০ ডিসেম্বর) সারাদেশে সকল সরকারি ও আধা-সরকারি প্রতিষ্ঠান ও বিদেশে দূতাবাসে পতাকা অর্ধনমিত রাখা হবে। পাশাপাশি দেশের মসজিদ, মন্দিরসহ সব উপাসনালয়ে হাদির আত্মার মাগফিরাতের জন্য প্রার্থনা করা হবে

বিপি/ এএস