বিকালে বিদেশি কূটনীতিকদের সাথে বসবেন পররাষ্ট্র সচিব
বাংলা পোস্ট প্রতিবেদক
ঢাকা
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৫, ১২:৫৪ পিএম
আসন্ন নির্বাচনকে সামনে রেখে আঞ্চলিক উত্তেজনা এবং বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজনৈতিক দলগুলোর উদ্বেগের পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিদেশি কূটনীতিক, উন্নয়ন সহযোগী এবং আন্তর্জাতিক অংশীজনদের সাথে এক বিশেষ বৈঠকে বসবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় ও একাধিক কূটনৈতিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। বেলা ৩টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই ব্রিফ হওয়ার কথা রয়েছে।
সূত্রগুলো জানায়, পররাষ্ট্রসচিব দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরবেন। এর মধ্যে থাকবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ, বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া।
ব্রিফিংয়ে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নির্বাচনী পরিবেশ তৈরিতে অঙ্গীকারের ওপর সরকার যে গুরত্ব দিচ্ছে, সেটি তুলে ধরা হতে পারে।