1. হোম
  2. জাতীয়

হাদিকে হত্যাচেষ্টা

হামলাকারী ফয়সালকে নিয়ে ‘ভয়ংকর’ তথ্য দিলেন মা-বাবা

Staff Reporter
বাংলা পোস্ট প্রতিবেদক
ঢাকা
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৫, ০৩:৪১ পিএম
হামলাকারী ফয়সালকে নিয়ে ‘ভয়ংকর’ তথ্য দিলেন মা-বাবা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে হত্যাচেষ্টার মামলায় প্রধান অভিযুক্ত ফয়সালের মা-বাবা আদালতে চাঞ্চল্যকর স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বুধবার (১৭ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলামের কাছে তারা ১৬৪ ধারায় দেয়া জবানবন্দিতে স্বীকার করেন যে, ছেলেকে পালাতে এবং আগ্নেয়াস্ত্র লুকাতে তারা সরাসরি সহায়তা করেছিলেন।

ফয়সাল করিম মাসুদ ওরফে ‘শুটার ফয়সাল’ হাদিকে গুলি করার পর আগে থেকে করে রাখা পরিকল্পনা অনুযায়ী পালিয়ে যায়। তার বাবা হুমায়ুন কবির ও মা হাসি বেগমের ভাষ্যমতে, ফয়সাল আগের রাতেই হাদির কর্মসূচির বিষয়ে জানত এবং সেই অনুযায়ী প্রস্তুতি নিয়েছিল।

ঘটনার পর ফয়সাল সরাসরি শেরেবাংলা নগরে তার বোনের বাসায় যায়, যেখানে তার মা-বাবাও ছিলেন। সেখানে পৌঁছে ফয়সাল তার বাবার কাছে ৩টি আগ্নেয়াস্ত্র জমা দেয়।

পালানোর সুবিধার্থে সে তার মোটরসাইকেলের নম্বর প্লেট পরিবর্তন করে এবং পরে বাবার ঠিক করে দেওয়া একটি সিএনজিচালিত অটোরিকশায় করে এলাকা ত্যাগ করে। যাওয়ার সময় সে জানায় যে, সে দেশ ছেড়ে চলে যাচ্ছে।

ফয়সালের মা-বাবা তার দীর্ঘদিনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে অবগত ছিলেন বলে আদালতকে জানান। 

ড্যাফোডিল ইউনিভার্সিটিতে পড়ার সময় থেকেই সে রাজনীতিতে জড়িয়ে পড়ে এবং আওয়ামী লীগের উচ্চপর্যায়ের নেতাদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে। সে নিয়মিত মাদক সেবন করত এবং বিভিন্ন অপরাধের সাথে জড়িত ছিল। ফয়সালের তিনটি বিয়ে এবং একজন বান্ধবী রয়েছে বলে তার মা-বাবা জবানবন্দিতে উল্লেখ করেন।

স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ শেষে আদালত ফয়সালের বাবা হুমায়ুন কবির ও মা হাসি বেগমকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। ফয়সাল পলাতক থাকায় তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।