হাদিকে নিয়ে সিঙ্গাপুরে পৌঁছেছে এয়ার অ্যাম্বুলেন্স
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স সোমবার (১৫ ডিসেম্বর) সিঙ্গাপুরে পৌঁছেছে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে (সিঙ্গাপুরের স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৫০ মিনিট) সেলেতার বিমানবন্দরে অবতরণ করে বিমানটি।
এর আগে, দুপুর ১টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে এয়ার অ্যাম্বুলেন্সটি উড্ডয়ন করে। এয়ার অ্যাম্বুলেন্সে ওঠার আগে দুপুর ১টা ১০ মিনিটে এভারকেয়ার হাসপাতাল থেকে বিমানবন্দর পর্যন্ত হাদিকে বহনকারী অ্যাম্বুলেন্স রওনা দেয়। বিমানবন্দরের ৮ নম্বর গেট দিয়ে অ্যাম্বুলেন্স প্রবেশ করে এবং ১টা ৩০ মিনিটের দিকে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হয়।
সিঙ্গাপুরে হাদির সঙ্গে ছিলেন তার ভাই ওমর বিন হাদি এবং বন্ধু ও রাজনৈতিক সহযোদ্ধা আমিনুল হাসান ফয়সাল। জানা গেছে, ঢাকার এয়ারকেয়ার হাসপাতাল ও সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসকেরা ওসমান হাদির শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে তার দীর্ঘ সফরে সম্মতি দিয়েছেন।
চার ঘণ্টা উড্ডয়নের পর এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুর বিমানবন্দরে পৌঁছালে তাকে সরাসরি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হবে।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় শরিফ ওসমান হাদিকে প্রকাশ্যে গুলি করা হয়। বক্স কালভার্ট এলাকার সামনে দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল।