Daily Bangla Post
  1. হোম
  2. জাতীয়

হাদির হত্যাকারীদের ধরতে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে ডাকসু ভিপির বৈঠক

Staff Reporter
বাংলা পোস্ট প্রতিবেদক
ঢাকা
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৫, ০২:২৭ পিএম
হাদির হত্যাকারীদের ধরতে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে ডাকসু ভিপির বৈঠক
ছবি: বাংলাপোস্ট

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতারসহ তিন দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।

সোমবার (১৫ ডিসেম্বর) বেলা দুইটার দিকে উপদেষ্টার কার্যালয়ে সাদিকের নেতৃত্বে প্রবেশ করেন ১১ জনের একটি প্রতিনিধি দল।

এর আগে, দুপুর ১টার দিকে ডাকসু ভবনের সামনে থেকে সমবেত ছাত্র-জনতাকে নিয়ে এই মার্চ শুরু হয়। মিছিলটি ডাকসু ভবন থেকে টিএসসি হয়ে সচিবালয়ের সামনে গিয়ে অবস্থান নেয়। 

দুপুর দেড়টার দিকে হাইকোর্ট মোড় সংলগ্ন স্থানে আন্দোলনকারীদের থামিয়ে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর বিজিবি, পুলিশের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

এদিকে ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় আজ পর্যন্ত মোট ৮ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নান ছাড়াও মানবপাচারে জড়িত চক্রের দুই সহযোগী, ফয়সালের স্ত্রী, শ্যালক ও বান্ধবীসহ আরও ২ জন রয়েছেন। মূল সন্দেহভাজন দুজন ইতোমধ্যেই দেশ ছেড়েছেন।