Daily Bangla Post
  1. হোম
  2. জাতীয়

হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুলেন্স

Staff Reporter
বাংলা পোস্ট প্রতিবেদক
ঢাকা
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৫, ০২:১২ পিএম
হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুলেন্স

উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরের উদ্দেশে রওয়ানা দিলেন ওসমান হাদি। সোমবার (১৫ ডিসেম্বর) বেলা ১ টা ৫৫ মিনিটে হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি উড়াল দেয় সিঙ্গাপুরের উদ্দেশে। 

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম রাগিব সামাদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ১১টা ২২ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সিঙ্গাপুর থেকে ঢাকায় আসা এয়ার অ্যাম্বুলেন্সটি। হাদির সঙ্গে তার দুই ভাইও যাচ্ছেন সিঙ্গাপুরে।

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি বিভাগে তার চিকিৎসার সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

হাদির চিকিৎসা সংক্রান্ত সকল ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে। তার চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।

উল্লেখ্য, তিনদিন পেরিয়ে গেলেও হাদির স্বাস্থ্য পরিস্থিতিতে কোনো উন্নতি হয়নি। তিনি আশঙ্কাজনক অবস্থায় এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার চিকিৎসকরা জানায়, ব্রেন স্টেমে আঘাত এবং মস্তিষ্ক অতিরিক্ত ফোলার কারণে তার রক্তচাপ ওঠানামা করছে এবং হার্টবিট স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি। নতুন কোনো শারীরিক তথ্য আজও প্রকাশ করা হয়নি। হাদির রক্তচাপ ও হৃদযন্ত্রের স্থিতিশীলতা বজায় রাখতে প্রয়োজনীয় মেডিক্যাল সাপোর্ট চলমান রয়েছে।