‘হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা’
ঢাকা-৮ আসলের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা বলে আখ্যা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আসন্ন নির্বাচন নিয়ে কোনো ধরণের নাশকতার শঙ্কা নেই বলে জনগণকে দুশ্চিন্তা না করতে আহ্বান জানান তিনি।
সোমবার (১৫ ডিসেম্বর) গুলশানে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
সিইসি বলেন, ‘নির্বাচনের জন্য কমিশন (ইসি) সম্পূর্ণ প্রস্তুত এবং নির্বাচন অনুষ্ঠিত হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা অবনতি হলো কোথায়? মাঝেমধ্যে দুই একটা খুন খারাবি হয়। হাদির ঘটনাকে আমরা বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি।’
হাদিকে গুলি করার মতো ঘটনা নির্বাচনের আগে বাংলাদেশের অতি সাধারণ ঘটনা হিসেবে মনে করছেন তিনি। অতীতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘সবসময় এমন ঘটনা ছিল। আহসানউল্লাহ মাস্টারের সঙ্গেও এমন হয়েছে। বাংলাদেশে এ ধরনের ঘটনা ঘটে। এটা নতুন কিছু না।’