Daily Bangla Post
  1. হোম
  2. জাতীয়

হাদির সাথে সিঙ্গাপুর যাচ্ছেন তার দুই ভাই

Staff Reporter
বাংলা পোস্ট প্রতিবেদক
ঢাকা
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৫, ০১:০৮ পিএম
হাদির সাথে সিঙ্গাপুর যাচ্ছেন তার দুই ভাই

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেয়া হচ্ছে। হাদিকে নিতে ইতোমধ্যেই চলে এসেছে ঢাকায়। বেলা দেড়টায় সিঙ্গাপুরের উদ্দেশে রওয়ানা দেয়ার কথা রয়েছে হাদির।

অসুস্থ্য হাদিকে দেখভাল করতে সিঙ্গাপুরে যাচ্ছেন তার দুই ভাই এবং ইনকিলাব মঞ্চের একজন প্রতিনিধি।

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সঙ্গে উনার (হাদি) দুই ভাই অথবা এক ভাই এবং ইনকিলাব মঞ্চের একজন যেতে পারেন। দুইজন অথবা তিনজনও যেতে পারেন। তিনজনরেই ভিসাসহ যাবতীয় কার্যক্রম শেষ করা হয়েছে। তবে দুইজন নাকি তিনজন যাবেন সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

এদিকে সোমবার (১৫ ডিসেম্বর) বেলা ১১ টা ২০ মিনিটের দিকে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্স এসে পৌঁছেছে। চিকিৎসক দল এবং ভ্রমণ সংক্রান্ত সকল প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন করা হয়েছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি বিভাগে তার চিকিৎসার সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

হাদির চিকিৎসা সংক্রান্ত সকল ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে। তার চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।

উল্লেখ্য, তিনদিন পেরিয়ে গেলেও হাদির স্বাস্থ্য পরিস্থিতিতে কোনো উন্নতি হয়নি। তিনি আশঙ্কাজনক অবস্থায় এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার চিকিৎসকরা জানায়, ব্রেন স্টেমে আঘাত এবং মস্তিষ্ক অতিরিক্ত ফোলার কারণে তার রক্তচাপ ওঠানামা করছে এবং হার্টবিট স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি। নতুন কোনো শারীরিক তথ্য আজও প্রকাশ করা হয়নি। হাদির রক্তচাপ ও হৃদযন্ত্রের স্থিতিশীলতা বজায় রাখতে প্রয়োজনীয় মেডিক্যাল সাপোর্ট চলমান রয়েছে।