বিজয় দিবসে তেজগাঁওয়ে মেট্রোরেল সাময়িক বন্ধ
নিজস্ব প্রতিবেদক
ঢাকা
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৫, ১২:৫৭ পিএম
ছবি- সংগৃহীত
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্যারাট্রুপারদের নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে ১৬ ডিসেম্বর দুপুর ১১টা ৫০ মিনিট থেকে ১২টা ৩০ মিনিট পর্যন্ত মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে।
সোমবার (১৫ ডিসেম্বর) মেট্রোরেল কর্তৃপক্ষ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে- মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে তেজগাঁও পুরাতন বিমানবন্দর এলাকায় প্যারাজাম্প অনুষ্ঠিত হবে।
এ সময়ে যাত্রীদের সেবায় সাময়িক অসুবিধা হতে পারে এবং এর জন্য তারা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষ আরও জানিয়েছেন, যাত্রীরা তাদের যাত্রা পরিকল্পনা সামঞ্জস্য করে চলতে পারবেন এবং আগাম সতর্কতার মাধ্যমে যাত্রা আরও সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব। মেট্রোরেল সেবা স্বাভাবিক সময়ে পুনরায় চালু হবে।