পৌঁছেছে এয়ার অ্যাম্বুলেন্স, হাদিকে নিয়ে ঢাকা ছাড়বে দুপুরেই
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়ার জন্য ঢাকায় অবতরণ করেছে।
সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ১১টা ২০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি অবতরণ করে। দুপুর দেড়টায় তাকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে।
এদিকে, দু’দিন পেরিয়ে গেলেও হাদির স্বাস্থ্য পরিস্থিতিতে কোনো উন্নতি হয়নি। তিনি আশঙ্কাজনক অবস্থায় এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
রোববার চিকিৎসকরা জানায়, ব্রেন স্টেমে আঘাত এবং মস্তিষ্ক অতিরিক্ত ফোলার কারণে তার রক্তচাপ ওঠানামা করছে এবং হার্টবিট স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি। নতুন কোনো শারীরিক তথ্য আজও প্রকাশ করা হয়নি। হাদির রক্তচাপ ও হৃদযন্ত্রের স্থিতিশীলতা বজায় রাখতে প্রয়োজনীয় মেডিক্যাল সাপোর্ট চলমান রয়েছে।
এর আগে রোববার সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালের সামনে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। একই দিনে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, পরদিন দুপুরে হাদিকে সিঙ্গাপুর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।
আব্দুল্লাহ আল জাবের বলেন, সোমবারের মধ্যে হামলাকারীকে গ্রেফতার না করা হলে স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টার পদত্যাগের দাবি তোলা হবে। এদিন বিকেলে জাতীয় শহীদ মিনারে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের ঘোষণা দেয়া হয়।
উল্লেখ্য, শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে বিজয়নগর পানির ট্যাংকির সামনে চলন্ত রিকশায় হাদিকে মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত গুলি করে পালিয়ে যায়। দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়, যেখানে এক দফা অস্ত্রোপচার করা হয় এবং রাতেই উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।
বিপি/ এএস