আনিস আলমগীর ও শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ
সাংবাদিক আনিস আলমগীর, অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ চারজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তবে এই অভিযোগ এখনও মামলা হিসেবে নথিভুক্ত হয়নি।
গত রোববার দিবাগত রাত ২টার পরে জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ রাজধানীর উত্তরা পশ্চিম থানায় অভিযোগ করেন। অভিযোগে অন্য দুইজনের নাম রয়েছে—মারিয়া কিশপট্ট ও ইমতু রাতিশ ইমতিয়াজ।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোহাম্মদ রফিক আহমেদ বলেন, অভিযোগটি সাইবার সংক্রান্ত। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পরামর্শের পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
সাংবাদিক আনিস আলমগীর বর্তমানে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ে রয়েছেন। গতকাল সন্ধ্যায় তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে ডেকে আনা হয়।
সোমবার (১৫ ডিসেম্বর) সকাল সোয়া ৯টার দিকে ডিবি কার্যালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, আনিস আলমগীর ডিবি কার্যালয়ে রয়েছেন এবং তার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমানও আনিস আলমগীরের ডিবি কার্যালয়ে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।
বিপি/ এএস