Daily Bangla Post
  1. হোম
  2. জাতীয়

নানকের শেল্টারে হাদিকে গুলি করা সেই শ্যুটার!

Staff Reporter
বাংলা পোস্ট প্রতিবেদক
ঢাকা
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৫, ১০:২৪ এএম
নানকের শেল্টারে হাদিকে গুলি করা সেই শ্যুটার!

শরিফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করার ঘটনায় জড়িত প্রধান সন্দেহভাজন শ্যুটার ও সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ও তার সহযোগী মোটরবাইক চালক আলমগীর হোসেন বর্তমানে ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে অবস্থান করছেন বলে দাবি করেছেন আল-জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের।

সাংবাদিক সায়ের তার ফেসবুক পোস্টে ফয়সালকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ নতুন তথ্য প্রকাশ করেছেন।

জুলকারনাইন সায়েরের দাবি অনুযায়ী, ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেন ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশের পরই তাদের নতুন সিমের ব্যবস্থা করা হয়।

বিশেষ গোয়েন্দা সূত্রের বরাতে সায়ের জানান, জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সচিব (পিএস) মো. মাসুদুর রহমান বিপ্লব ফয়সাল করিম মাসুদের জন্য এই ভারতীয় নম্বরটি জোগাড় করে দেন।

সায়ের একটি ভারতীয় ফোন নম্বর (+৯১৬০০১৩৯৪০**) উল্লেখ করে জানান, ফয়সাল করিম মাসুদ এই নম্বরটি ব্যবহার করে তার ঘনিষ্ঠ মহলে নিজের উপস্থিতি জানান দেন।

তিনি বলেন, ফয়সাল গত রাতে কয়েকটি নম্বরে তার একটি সেলফি পাঠান। এই ছবিগুলোর মধ্যে একটি ইন্টারসেপ্ট করে উদ্ধার করা হয়েছে এবং নিশ্চিত হওয়া গেছে যে এটি গতকাল (১২ ডিসেম্বর) ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে তোলা হয়েছে।

ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীর হোসেনের এভাবে দ্রুত সীমান্ত পাড়ি দিয়ে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়া এবং উচ্চপদস্থ এক নেতার পিএসের মাধ্যমে সহযোগিতা পাওয়ার দাবিটি দেশে তোলপাড় সৃষ্টি করেছে। এর ফলে প্রার্থীর ওপর হামলার ঘটনায় রাজনৈতিক যোগসূত্র থাকার বিষয়টি আরও জোরালো হয়েছে।