সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের আহ্বান ইনকিলাব মঞ্চের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৫, ১০:১২ এএম
ছবি- সংগৃহীত
ওসমান হাদির ওপর হামলার ঘটনার প্রতিবাদে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ।
গতকাল রোববার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেয় সংগঠনটি।
ঘোষণা অনুযায়ী, আজ কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিতব্য সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ বিভিন্ন রাজনৈতিক দল অংশ নেবে। ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দলকে নিয়ে এই সমাবেশ আয়োজনের কথা জানিয়েছে ইনকিলাব মঞ্চ।
এর আগে, গত শনিবার ওসমান হাদির ওপর হামলার ঘটনায় সম্মিলিতভাবে প্রতিবাদ সভা করার সিদ্ধান্ত নেয় বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে দলগুলো এই সিদ্ধান্তে পৌঁছায়। বৈঠকে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর প্রতি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
বিপি/ এএস