Daily Bangla Post
  1. হোম
  2. জাতীয়

স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা ডাকসু ভিপির

Staff Reporter
বাংলা পোস্ট প্রতিবেদক
ঢাকা
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৫, ১০:১২ এএম
স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা ডাকসু ভিপির

শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম। তিনি সোমবার (আজ) দুপুর ১২টায় স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছেন।

রবিবার রাতে নিজের ফেসবুক পোস্টে আবু সাদিক কায়েম এই কর্মসূচির ঘোষণা দেন। তার মূল দাবিগুলো হলো- ওসমান হাদিকে হত্যাচেষ্টায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার, দেশব্যাপী অভিযান চালিয়ে সকল অবৈধ অস্ত্র উদ্ধার করা ও নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীদের গ্রেপ্তার করা।

তিনি জানান, কর্মসূচির জন্য আজ (সোমবার) দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু চত্বর থেকে জমায়েত শুরু হবে এবং তিনি এই আন্দোলনে ছাত্র-জনতাকে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

এর আগে অন্য একটি ফেসবুক পোস্টে ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম প্রার্থীর ওপর হামলার ঘটনাটিকে ‘অত্যন্ত উদ্বেগজনক ও অশনিসংকেত’ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই রাজধানীতে একজন প্রার্থীর ওপর এমন আক্রমণ সুষ্ঠু নির্বাচন আয়োজন এবং প্রার্থীদের নিরাপত্তা নিয়ে গুরুতর আশঙ্কা সৃষ্টি করেছে।

তার দাবি, ‘পতিত ফ্যাসিস্ট শক্তি ও তাদের দেশি-বিদেশি দোসররা’ আসন্ন নির্বাচন প্রতিহত করার জন্য বিভিন্ন কর্মসূচি ও হুমকি দিচ্ছে।

এই পরিস্থিতিতে তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি দুটি জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

দ্রুত গুলিবর্ষণকারীকে চিহ্নিত করে গ্রেপ্তার করা। ঘটনার পেছনের রাজনৈতিক উদ্দেশ্য উদ্ঘাটন করে জাতির সামনে তুলে ধরা।

একই সঙ্গে, ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম দলমত নির্বিশেষে নির্বাচনে মাঠে থাকা সকল প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে প্রয়োজনীয় ও কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।