Daily Bangla Post
  1. হোম
  2. জাতীয়

হাদিকে হত্যাচেষ্টায় মামলা

Staff Reporter
বাংলা পোস্ট প্রতিবেদক
ঢাকা
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৪ এএম
হাদিকে হত্যাচেষ্টায় মামলা

জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে হত্যাচেষ্টায় একটি মামলা দায়ের করা হয়েছে। পল্টন থানায় হাদির এক আত্মীয় বাদি হয়ে মামলাটি দায়ের করেন।

সোমবার (১৫ ডিসেম্বর) বাংলাপোস্টকে বিষয়টি নিশ্চিত করেন পল্টন থানার ডিউটি অফিসার এএসআই রকিবুল হাসান।

তিনি বলেন, ‘ওসমান হাদিকে গুলির ঘটনায় পল্টন থানায় একটি মামলা দায়ের হয়েছে। তার এক আত্মীয় বাদি হয়ে মামলাটি দায়ের করেছেন। এটি তদন্ত করছেন পল্টন থানার পরিদর্শক (অপারেশন) ইয়াসিন মিয়া।’

হাদিকে গুলি করার সন্দেহভাজন দুজনই ইতোমধ্যেই দেশ ছেড়ে আশ্রয় নিয়েছেন আসামে।

অপরদিকে এ ঘটনায় এখন পর্যন্ত সন্দেহভাজন ছয় জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের মধ্যে গুলির ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক, বর্ডার দিয়ে মানুষ পাচারকারী চক্রের দুই জন এবং অভিযুক্ত ফয়সালের স্ত্রী, শ্যালক ও অপর এক নারীকে গ্রেফতার করা হয়েছে।