কখন দেশ ছাড়ছেন হাদি?
উন্নত চিকিৎসার জন্য ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে এয়ার অ্যাম্বুলেন্স যোগে সিঙ্গাপুর নেয়া হচ্ছে আজ সোমবার (১৫ ডিসেম্বর)। দুপুর দেড়টার দিকে তাকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স রওনা হবে।
রবিবার (১৪ ডিসেম্বর) রাতে সিভিল এভিয়েশনের একটি সূত্র বাংলাপোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সিভিল এভিয়েশনের সেই কর্মকর্তা বলেন, ‘সোমবার সকাল সাড়ে ১০টার দিকে সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। এরপর দুপুর দেড়টায় ওসমান হাদিকে নিয়ে সেটি সিঙ্গাপুরের উদ্দেশে যাবে।’
হাদিকে বিদেশ নেয়ার জন্য চিকিৎসক দল এবং ভ্রমণ সংক্রান্ত সকল প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন করা হয়েছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি বিভাগে তার চিকিৎসার সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
হাদির চিকিৎসা সংক্রান্ত সকল ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে। তার চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।