Daily Bangla Post

দেশে ফ্যাসিবাদী শক্তির অবশিষ্টাংশ দমন করার হুঁশিয়ারি স্থানীয় সরকার উপদেষ্টার

Staff Reporter
বাংলা পোস্ট প্রতিবেদক
ঢাকা
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:০৬ পিএম
দেশে ফ্যাসিবাদী শক্তির অবশিষ্টাংশ দমন করার হুঁশিয়ারি স্থানীয় সরকার উপদেষ্টার
ছবি- সংগৃহীত

দেশ থেকে ফ্যাসিবাদ সম্পূর্ণরূপে দমনের হুঁশিয়ারি দিয়েছেন নবনিযুক্ত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। দায়িত্ব গ্রহণের প্রথম কার্যদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমনইটাই হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দপ্তরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং নতুন মন্ত্রণালয়ে নিজের কর্মপরিকল্পনা নিয়ে আলোকপাত করেন।

আসন্ন নির্বাচনের আগে দেশের রাজনৈতিক পরিবেশ কতটা সুষ্ঠু থাকবে, এমন এক প্রশ্নের জবাবে উপদেষ্টা আদিলুর রহমান খান স্পষ্ট ঘোষণা দেন। তিনি বলেন, ‘দেশে ফ্যাসিবাদী শক্তির যারা অবশিষ্টাংশ আছে, তাদের দমন করব, তাদের প্রতিহত করব।’

তিনি আরও যোগ করেন যে, "জুলাই অভ্যুত্থানে, জুলাই বিপ্লবের যারা যোদ্ধা, তাদের পাশে দাঁড়িয়ে এই সরকার বাংলাদেশের জনগণের স্বার্থ রক্ষা করবে।"

দেশের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা খান নিজের ব্যক্তিগত নিরাপত্তা নিয়েও মন্তব্য করেন। তিনি বলেন, বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি জনগণের মধ্যে সবসময় নিরাপদ বোধ করেন। তিনি বলেন, ‘আমি আমার নিজের সিকিউরিটির জায়গায় আমি সবসময় জনগণের মধ্যে থাকাকে সিকিওরড মনে করি। কারণ আমি সেখান থেকে এসেছি আবার ফিরে যাব অল্প সময়ের মধ্যে।’

বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদ এবং আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে তার স্বল্প সময়ে কতটা কাজ করে যেতে পারবেন, এমন প্রশ্নের জবাবে তিনি বাস্তববাদী মন্তব্য করেন।

স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে যাওয়ায় বড় কোনো নতুন কাজে হাত দেওয়ার সুযোগ নেই। তিনি জানান, ‘এটা আসলে ডে টু ডে ওয়ার্ক ছাড়া তো খুব বেশি কিছু করার নাই... আমরা ডে টু ডে কাজগুলা যেটা আছে আমরা চেষ্টা করব সেটা পুরাটা পালন করতে। এর মধ্যে যেটুকু মানুষের উপকারে আসতে পারি।’

আগের উপদেষ্টার কাজের ভালো-মন্দ এবং সমালোচনা প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, তিনি সবার সঙ্গে বসে আলোচনা করে পুরো পরিস্থিতি দেখবেন এবং তারপর সেই অনুযায়ী কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাবেন। তিনি বলেন, ‘দেখি বসি আলোচনা করি সবার সঙ্গে, তারপরে দেখি কি আসে। আমরা সেটা নিয়ে আগাবো।’

নির্বাচনের তফসিল ঘোষণার পরই একজন সম্ভাব্য প্রার্থীকে গুলিবিদ্ধ করার মতো একটি সংবেদনশীল ঘটনা সম্পর্কে জানতে চাওয়া হলে উপদেষ্টা আদিলুর রহমান খান এ বিষয়ে মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘মন্ত্রণালয়ের বাইরের প্রশ্নগুলি আমাদের তথ্য উপদেষ্টা নতুন দায়িত্ব নিয়েছেন রিজওয়ানা হাসান যদি বলেন।’