Daily Bangla Post

হাদির রক্তনালীতে আটকে আছে গুলির অংশ

Staff Reporter
বাংলা পোস্ট প্রতিবেদক
ঢাকা
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:৪০ পিএম
হাদির রক্তনালীতে আটকে আছে গুলির অংশ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির শারীরিক অবস্থার এখনও দৃশ্যমান কোনো উন্নতি হয়নি বলে জানিয়েছেন মেডিকেল বোর্ডের সদস্যরা। তার মস্তিষ্কের অবস্থা এখনও ‘খুবই খারাপ’। ক্লিনিক্যালি তিনি আগের মতোই অত্যন্ত আশঙ্কাজনক পর্যায়ে রয়েছেন।

রোববার (১৪ ডিসেম্বর) মেডিকেল বোর্ডের জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের এমনটাই জানান বোর্ডের সদস্য ডা. আব্দুল আহাদ।।

ডা. আব্দুল আহাদ জানান, ওসমান হাদির মথায় গুলির ছোট অংশ ব্রেইনে রয়ে গেছে, অনেকগুলো রক্তনালির মাঝে আটকে আছে গুলির অংশ। হৃদস্পন্দ ও রক্তচাপ স্থিতিশীল আছে। শারীরিক অবস্থা অপরিবর্তিত, সিটিস্ক্যানের রিপোর্টও অপরিবর্তিত।

ইতোমধ্যেই সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ওসমান হাদির শারীরিক অবস্থার রিপোর্ট পাঠানো হয়েছে। তাকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পরিবার।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক মেডিকেল টিমের এক সদস্য জানান, ‘হাদিকে আজ সকালে মেডিকেল বোর্ডের মিটিংয়ের আগেই সিটি স্ক্যান করা হয়েছে। এই রিপিট সিটি স্ক্যানে মস্তিষ্কে ব্যাপক ইডেমা (পানি জমা), অক্সিজেনের ঘাটতি পাওয়া গেছে, যা ব্রেনের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। মস্তিষ্কের কিছু অংশে ছিটা ছিটা রক্ত জমাট বাঁধার লক্ষণও পাওয়া গেছে। অর্থাৎ সর্বশেষ সিটি স্ক্যান অনুযায়ী হাদির মস্তিষ্কের পরিস্থিতি খুবই খারাপ।

তিনি আরও বলেন, ‘ব্রেইনের যে কিছু কিছু জায়গায় ছিটা ছিটা রক্ত জমাট বাঁধার মত বোঝা গেছে, ফুসফুস আগের মতই আছে। কিডনির যে ফাংশন সেটাও নরমাল আছে। আর ব্রেনের ইস্যুটা এটা নিয়ে নতুন করে কোনো ক্রাইসিস তৈরি হয়নি। আর যে পাশে অপারেশন করা ছিলো ওই পাশে একটু ঠেলে বাহিরের দিকে চাপ দিচ্ছে। কিন্তু ব্রেইনের ইস্যুটাই সমস্যা।’