‘এক হাদি থেকে হাজারো হাদি তৈরি হবে’
স্রোতের বিপরীতে কীভাবে চলতে হয়, কীভাবে মনের অব্যক্ত ভাষাকে কথামালায় রুপান্তর করতে হয়—হাদি ভাই আমাদেরকে তা দেখিয়েছেন। জাহিদুল ইসলাম ফেসবুকে পোস্ট দিয়ে আবেগী বার্তা দিলেন।
নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে জাহিদুল ইসলাম লেখেন, তিনি দেখিয়েছেন— কীভাবে ফ্যাসিবাদের শিকড়ে আঘাত হানতে হয়, কীভাবে চারপাশে সুশীলের মুখোশ পরা শুয়োরগুলোর চরিত্র উন্মোচন করতে হয়। বাতিলের বিরুদ্ধে বিপ্লবী প্রেরণার নাম আমাদের প্রিয় ভাই শরীফ ওসমান হাদি।
তিনি আরও লেখেন, তাগুতের উত্তরসূরী শুয়োরগুলো ভেবেছে এক হাদিকে হত্যা করলেই ওদের পথে আর বাধা থাকবে না। কিন্তু তারা এটা জানে না হাদিরা কখনো মরে না। হাদি ভাই আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসবেন ইনশাআল্লাহ। তিনি ময়দানে ফিরে এসে দেখবেন অসংখ্য যুবক তার রেখে যাওয়া কাজগুলো সম্পাদন করছে। এভাবে প্রজন্ম থেকে প্রজন্ম হাজারো হাদি তৈরি হতে থাকবে।
জাহিদুল ইসলাম আরও যোগ করে লেখেন, আচ্ছা বলুন তো— যাদের শরীরে শহীদের রক্ত প্রভাবিত, যারা শাহাদাতের তামান্নায় সর্বদা বিভোর, তারা কি হেরে যেতে পারে? না, কখনোই না। বিশ্বাসীদের জীবনে কোনো পরাজয় নেই।
শহীদের প্রজন্ম আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো শক্তিকে পরোয়া করে না। আমারা ইতিহাসের প্রতিটি বাঁকে দ্বিগুণ হতে থাকবো আর বাতিলের শিকড়ে তুমুল বেগে আঘাত হানতে থাকবো ইনশাআল্লাহ। আমাদের যাত্রা অনন্ত কালের দিকে।
পরিশেষে তিনি লেখেন, কবি আল মাহমুদের ভাষায়—
"আমরা তো শাহাদাতের জন্যই মায়ের উদর থেকে পৃথিবীতে পা রেখেছি।
কেউ পাথরে, কেউ তাঁবুর ছায়ায়, কেই মরুভূমির উষ্মবালু কিংবা সবুজ কোন ঘাসের দেশে।
কে প্রশ্ন করে আমরা কোথায় যাবো?
আমরা তো বলেছি আমাদের যাত্রা অনন্ত কালের।"
বিপি/ এএস
আরও খবর
ভারতীয় হাইকমিশনারকে তলব, যা বলল সরকার
বিজয় দিবসে জাতীয় পতাকা উত্তোলনের নিয়ম
রাজনৈতিক দলগুলোকে নিরাপত্তা প্রটোকল দেবে সরকার
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দুর্নীতি-অনিয়মের বিরুদ্ধে পদক্ষেপ নেব: আসিফ নজরুল
অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জাতিসংঘের বিভিন্ন সংস্থার সহযোগিতার আশ্বাস